জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পুষ্পস্তবক অর্পণ, অলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যূষে পুষ্পস্তবক প্রদানের পর ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী এবং ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে
আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল
এসময়ে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের জীবনস্মৃতি আলোচনা করে ১৯৭৫-এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় অলোচনায় অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের কম্পিউটার অপারেটর মোঃ জাহাঙ্গীর আলম, উপপরিচালক জনাব নাজমুন নাহার, উপপরিচালক জনাব মোহাম্মদ আবু সাঈদ, পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান ভূঞাঁ এবং মহাপরিচালক ড. জীনাত ইমতিয়াজ আলী। মহাপরিচালক তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও মানবীয় দর্শন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন- ‘বঙ্গবন্ধুর স্বপ্নই ছিলো দেশকে স্বাধীন করা। ১৯৪৮ সাল থেকেই তিনি এটি লালন করেছেন।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক জনাব মাহবুবা আক্তার।