Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০১৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন


প্রকাশন তারিখ : 2016-12-04

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত ২৭ নভেম্বর  থেকে 0১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ০৫ (পাচঁ) দিন ব্যাপী অনুষ্ঠিত হলো- ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান প্রক্রিয়ায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৭ টি বিভাগের ৩০টি জেলার মোট ৩০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ভাষাবিজ্ঞানী, বিষয় বিশেষজ্ঞ, উচ্চারণ প্রশিক্ষক, প্রশিক্ষণ বিশেষজ্ঞ, আইটি বিশেষজ্ঞ এবং ফ্যাকাল্টির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অধিবেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের শেষদিন প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রমিত বাংলাভাষার দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে মর্মে অংশগ্রহণকারী শিক্ষকগণ অভিমত প্রকাশ করেন।