অডিটোরিয়াম ব্যবহারের ক্ষেত্রে নিষিদ্ধ/অনুসরণীয় বিষয়গুলো নিম্নরূপ :
১. অনুষ্ঠান দ্বারা রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি, কোনো ধর্মবিশ্বাস বা কোনো বিশেষ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত দেয়া যাবে না;
২. কোনোরূপ রান্না করা খাবার বা খাবার প্যাকেট পরিবেশন বা বিতরণ, প্যান্ডেল কিংবা ছাউনি তৈরি করা যাবে না;
৩. শব্দদূষণ পরিহার করতে হবে;
৪. সাধারণ সম্মেলন/সভা/নির্বাচন/অভিষেক/ঈদ পুনর্মিলনী/প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান করা যাবে না;
৫. কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অডিটোরিয়াম ব্যবহার করা যাবে না;
৬. অভিনয়/অশালীন সঙ্গীত পরিবেশনা/ ধর্মীয় বিতর্কমূলক আলোচনা করা যাবে না;
৭. সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ব্যতীত অনুষ্ঠানে বিদেশি নাগরিকের অংশগ্রহণ নিষিদ্ধ;
৮. বিবাহ বা অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা যাবে না;
৯. নবীনবরণ বা অনুরূপ অনুষ্ঠান করা যাবে না;
১০. অডিটোরিয়াম ও তৎসংলগ্ন লবি শুটিং স্পট হিসেবে ব্যবহার কিংবা ফ্যাশান শো, চ্যারিটি শো, বিউটি কনটেস্ট, হাউজি ইত্যাদি আয়োজন করা যাবে না;
১১. অডিটোরিয়াম এলাকায় ধূমপান করা কিংবা প্রদীপ/মোমবাতি জ্বালানো যাবে না;
১২. অডিটোরিয়ামে স্টেজ, দেয়াল কিংবা সংশ্লিষ্ট স্থান বা আসবাবপত্রে পেরেক, আঠা ব্যবহার করা যাবে না;
১৩. কোনো টিকেট বিক্রয় করা যাবে না এবং এই উদ্দেশ্যে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না;
১৪. অনুষ্ঠানে আনীত মালামাল নিজ দায়িত্বে অডিটোরিয়মে প্রবেশ করাতে হবে ও অনুষ্ঠান সমাপ্তির পর সঙ্গে সঙ্গে সেসব নিজ দায়িত্বে অডিটোরিয়াম হতে সরিয়ে নিতে হবে এবং সরিয়ে নেয়ার পূর্বে নিরাপত্তা প্রধানের প্রত্যয়ন ও অনুমোদন প্রয়োজন হবে;
১৫. অডিটোরিয়ামে ১ম সারিতে ২টি এবং ২য় সারিতে ৪টি আসন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট করে রাখতে হবে;
১৬. পোস্টার, ব্যানার, প্রচারসামগ্রী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও লাগানো যাবে না;
১৭. কোনো ব্যক্তি, সংস্থা, সংগঠন নামে বরাদ্দকৃত মিলনায়তন অন্য কোনো ব্যক্তি, সংস্থা, সংগঠন ব্যবহার করতে পারবে না;
১৮. বরাদ্দ গ্রহীতা বা অতিথি সকলেই নিজে বা তার সঙ্গের জিনিসপত্র নিরাপত্তা তল্লাশির আওতাধীন হবে।